ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্ধর্ষ ডাকাত দলের নেতা সোহেল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ৬, ২০২৩
দুর্ধর্ষ ডাকাত দলের নেতা সোহেল আটক

ঢাকা: সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের নেতা সোহেল মিয়াকে (৩৯) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

সোমবার (০৫ জুন) দিনগত গভীর রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, আটক আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জালালপুর এলাকায় সাইদুল ইসলাম ডালিমের বাড়িতে ২০২২ সালের ২৭ ডিসেম্বর দুর্ধর্ষ ডাকাতির কার্যক্রম চালিয়েছেন।

তিনি আরও বলেন, এই ডাকাতির ঘটনায় তিনি নেতৃত্ব দিয়ে ছিলেন। তার দলে বেশকিছু সদস্য রয়েছে। তারা একসঙ্গে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুনামগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিল। আটক সোহেলের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। পরে জেল খেটে জামিনে মুক্ত হয়ে আবারও একই পেশায় ফিরে যান।  

আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এই অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।