ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় ৯ কেজি গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
ডিমলায় ৯ কেজি গাঁজাসহ যুবক আটক আটক মো. শহিদুল ইসলাম

নীলফামারী: নীলফামারীর ডিমলায় ৯ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (২৭) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা।  

মঙ্গলবার (৬ জুন) সকালে নীলফামারী র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

আটক শহিদুল ডিমলা উপজেলার পশ্চিম বাইশপুকুর খানকা শরীফ গ্রামের মুক্তার হোসেনের ছেলে।  

মাহমুদ বশির আহমেদ জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে গোপন তথ্য পেয়ে ডিমলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে আটক করে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ এর একটি আভিযানিক দল। সে সময় তার কাছ থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন আটক শহিদুল। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিমলা থানায় মাদক মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লাইছুর রহমান ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।