ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিউল ইসলাম ওরফে সুমন

ঢাকা: অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিউল ইসলাম ওরফে সুমনকে (৪৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৫ জুন) রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে র‌্যাব-৩ এর সদস্যরা তাকে আটক করে।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালে তার বিরুদ্ধে দায়ের করা একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমনকে আটক করেছে র‌্যাব-৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের বিষয়টি স্বীকার করেছেন তিনি। তার নামে রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালে একটি অস্ত্র মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

তিনি আরও জানান, মামলা রুজুর পর থেকে সুমন রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ৬, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।