ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
মেহেরপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৪

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জুন) দিনগত রাত থেকে বুধবার (০৭ জুন) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে গাংনী থানা পুলিশ ছয়জন, সদর থানা পুলিশ সাতজন ও মুজিবনগর থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান পরিচালনা করে।

সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার পাঁচজন ও সিআর মামলায় দুইজন, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর ও সিআর মামলার ছয়জন ও সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।