ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহিউদ্দিন (৩২) নামে এ যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৭ জুন) সকালের দিকে উপজেলার তিন নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পাশে ইজিবাইক গ্যারেজে এ ঘটনা ঘটে।

 

মহিউদ্দিন ওই উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোয়াম্ভু এলাকার বাসিন্দা মৃত মো. হাসেমের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত ইজিবাইকচালক ছিলেন।

সূত্রে জানা গেছে, নয়াপাড়া ইউপির পাশে আবুল হাসেমের গ্যারেজে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ইজিবাইক বৈদ্যুতিক চার্জে লাগিয়ে মহিউদ্দিন বাড়ি চলে যান। বুধবার সকালে ইজিবাইক নিতে এসে গাড়িটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার জানান, কেন, কীভাবে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।