ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিউমার্কেটে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুন ৮, ২০২৩
নিউমার্কেটে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার র‌্যাবের কবজায় আসামি মিজানুর রহামান ওরফে মিজান।

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহামান ওরফে মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (৭ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিনের পলাতক নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে, ৬ মাসের কারাদণ্ড ও পর্নোগ্রাফি আইনে ৫ বছর দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মিজানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি মিজান ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। আসামিকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জুন ০৮, ২০২৩

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।