ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৩২৫ লিটার দেশিয় মদসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ৯, ২০২৩
রাজবাড়ীতে ৩২৫ লিটার দেশিয় মদসহ আটক দুই

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে ৩২৫ লিটার দেশিয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৮ জুন) রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার পতিতালয়ের আলম খাঁর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (০৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুদালপুর গ্রামের সালাম মোল্লার ছেলে মো. লিটন মোল্লা (৩৭) এবং গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বার পাড়ার মৃত মোহাম্মদ খন্দকারের ছেলে শুকর খন্দকার (৩৮)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতালয়ের আলম খাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৩২৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। এ সময় আটকেরা মদের বৈধ কোনো কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারে নাই। এছাড়াও জিজ্ঞাসাবাদে তারা এই মদ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন বলে স্বীকার করেছেন।

ডিবির ওসি মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।