ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ১০, ২০২৩
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।  

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত করিমন উল্টে একজন নিহত হন।

এর আগে শুক্রবার (৯ জুন)) সন্ধ্যায় উপজেলার চন্দ্রপাড়া বাজারঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরেকজন নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার ঢেউখালী ইউনিয়নের কাচারিডাঙ্গী গ্রামের মালেক মাতুব্বরের ছেলে হানিফ মাতুব্বর (৪০) ও একই ইউনিয়নের ইউনুস বেপারীর ছেলে মো. জহিরুল বেপারী (৩০)।

জানা যায়, কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন গোয়ালন্দ-তারাইল সড়কে একটি শ্যালো ইঞ্জিনচালিত করিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক হানিফ মাতুব্বর।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রপাড়া বাজারঘাট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে চালক জহিরুল বেপারীর মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুটি দুর্ঘটনার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল চালক জহিরুলের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। করিমন চালক হানিফের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।