ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
সিলেটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

সিলেট: ওসমানীনগর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১২ জুন) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনকারী ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে দুইজন দু’ট্রাকের হেলপার ও একজন চালক রয়েছেন। আরেক চালক আহত হয়েছেন।

আহতের নাম জসিম (৩৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাই থানার বাইনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মিল্টন বলেন, সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে চালক ও হেলপার রাস্তার ওপর সেটি ঠিক করছিলেন। এমন সময় পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার মারা যান। আর ধাক্কা দেওয়া ট্রাকটি উল্টে গেলে ওই ট্রাকের হেলপার নিহত ও চালক আহত হন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সিলেটগামী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তামাবিল হাইওয়ে পুলিশ দেখছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।