ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
শাহজালাল বিমানবন্দর থেকে  প্রায়  ৭ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাস্টবিন থেকে প্রায় সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ঘটনায়  জামাল ভূঁইয়া নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা।

সোমবার (১২ জুন) বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা শারমিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন তথ্য আসে কাতার থেকে আগত একটি ফ্লাইটে (নং বিএস-৩৩৪) স্বর্ণ চোরাচালান হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বি-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীরা ফ্লাইটটি অবতরণের পর তাৎক্ষণিকভাবে শিফট ইনচার্জের নেতৃত্বে আনুমানিক সকাল ৯টার দিকে বিমানটিতে বিশেষ তল্লাশির জন্য প্রবেশ করেন। পরে বিমানের সিটে (নম্বর ২৮/এ) এবং ও বে-২০ এর ডাস্টবিনও তল্লাশি করা হয়। এ সময় ডাস্টবিনের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জব্দকৃত স্বর্ণবারের বিষয়ে একটি বেসরকারি এয়ারলাইন্সে কর্মরত সন্দেহভাজন কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচ্ছন্নতাকর্মী জামালকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন এবং ৯ নম্বর বোর্ডিং ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি ধাতব বস্তু থেকে ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৬ হাজার ৯৬০ গ্রাম। এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা মাত্র।

আটক পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে ফৌজদারি এবং বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। জব্দ করা স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।