ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নর্দান জুটের সাবেক চেয়ারম্যান উজ্জল কুমারের নামে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
নর্দান জুটের সাবেক চেয়ারম্যান উজ্জল কুমারের নামে দুদকের মামলা

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের অন্যতম সহযোগী ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান উজ্জল কুমার নন্দীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ জুন) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক (বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান) তাপস কান্তি বালা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাবেক চেয়ারম্যান উজ্জল কুমার নন্দীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ জমা পড়ে। কমিশন অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য সংস্থাটির সহকারী পরিচালক তাপস কান্তি বালাকে দায়িত্ব দেন। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে উজ্জল কুমার নন্দীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় জেল সুপারের মাধ্যমে ২০২১ সালে সম্পদ বিবরণী জমা দেন। উজ্জল কুমার নন্দী ওই বছরের ৮ জুন দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৪ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৬৪৭ টাকার সম্পদের হিসাব দিয়েছেন।

কিন্তু দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করাসহ ১২ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৬৯৪ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। পরে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) এবং ২৬ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।