ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার, কমছে তেলের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার, কমছে তেলের দাম ফাইল ফটো

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম মঙ্গলবার (১৩ জুন) থেকে শুরু করছে। বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির তেলের মূল্য ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ জুন) টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হবে। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান, নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তারা নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন।

ভোক্তারা সর্বোচ্চ ১ কেজি চিনি ৭০ টাকা, মশুর ডাল ৭০ টাকা দরে (সর্বোচ্চ ২ কেজি), সয়াবিন তেল লিটার ১০০ টাকা করে (সর্বোচ্চ ২ লিটার) নিতে পারবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।