ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউ ভিসির কার্যালয়ের সামনে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা, ৩ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
বিএসএমএমইউ ভিসির কার্যালয়ের সামনে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা, ৩ দাবি

ঢাকা: তিন দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধীন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে তারা উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীনের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ সময় তারা দাবি উত্থাপন করে কোনো আশ্বাস নয় বরং কার্যকরী সমাধানের দাবি জানান।

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের দাবি হলো- মাসিক বেতন ২০ হাজার থেকে ৫০ হাজারে উন্নীত; বকেয়া ভাতা পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদান।

মোহাম্মদ আলী নামে আন্দোলনকারীদের একজন বাংলানিউজকে বলেন, আমরা আমাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট সবার কাছে গিয়েছি। ভিসি স্যারকে স্মারকলিপি দিয়েছি। কিন্ত কোনো সমাধান হয়নি। আজ সমাধান না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করবো।

এ বিষয়ে বিএসএমএমইউ সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এদিন বেলা বেলা ১১ টার দিকে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা মানববন্ধন শুরু করে। মানববন্ধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে চলে যায়। এখন পর্যন্ত গ্র্যাজুয়েটরা সেখানেই আছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।