ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: জেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চার হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।  

সোমবার (১২ জুন) গভীর রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের উত্তর আলোদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন বাগবাটি ইউনিয়নের উত্তর আলোকদিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন শেখ (৩০), হরিনা গোপাল গ্রামের কফিল উদ্দিনের ছেলে লিটন শেখ (৩২) ও বাগবাটি গ্রামের মৃত গেদা হালদারের ছেলে শ্রী সুভাল হালদার (৪০)।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।  

তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের সোমবার গভীর রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের উত্তর আলোদিয়া গ্রামে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই মাদক কারবারিরা তাদের নিজ বাড়িতে মাদক রেখে বিভিন্ন কৌশলে সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।