ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামী-শাশুড়িকে ফাঁসাতে নিজের সাজানো আগুনেই মৃত্যু হয় হালিমার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
স্বামী-শাশুড়িকে ফাঁসাতে নিজের সাজানো আগুনেই মৃত্যু হয় হালিমার

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে হা‌লিমা আক্তার মিম না‌মে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় আরিফ হোসেন সিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ। এর আগে তার শাশুড়িকেও আটক করা হয়েছে।

ঘটনার তিনদিনের মাথায় রোববার (১১জুন) রাতে ঢাকার রাজারবাগ এলাকা থেকে মিমের চাচাতো বোনের স্বামী মো. আরিফ হোসেন সিকদারকে (৩০) আটক করে পুলিশ। পরে আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, নিহত হালিমা নিজের দাম্পত্য জীবনে অসুখী ছিলেন। স্বামীর পরিবারে অশান্তির কারণে, তিনি অন্যত্র ভাড়া বাসা নিয়ে থাকতে শুরু করেন। সেখান থেকে স্বামী ও শাশুড়িকে ফাঁসাতে পরিকল্পনা করেন। নিজের পরিকল্পনা মোতাবেক আপন চাচাতো বোনের স্বামীকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে নিজের ঘর ও শরীরে আগুন লাগানোর সাজানো নাটকে সহায়তা করতে আকৃষ্ট করেন। হালিমা নিজেই কেরোসিন ও হাত পা বাঁধার দড়ি সংগ্রহ করেন। এতে সহায়তা করতে আরিফ হোসেন ঢাকা থেকে দুমকি আসেন।  

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার নতুনবাজার সংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়াটে বাসায় প্রকাশ্য দিবালোকে ঘরের মধ্যে হাত পা বেঁধে হালিমা আক্তার মিমের গায়ে আগুন লাগিয়ে বাহির থেকে দরজার সিটকানি দিয়ে আরিফ আবার ঢাকা চলে যান।  

প্রতিবেশী নতুন ভাড়াটে বাসায় চিৎকার শুনে ছুটে গিয়ে বাইরে থেকে দরজায় ছিটকানি দেওয়া দেখতে পান। ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ গৃহবধূ ,মিম হাত পা-বাঁধা ও গড়াগড়িরত অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।  

শুক্রবার (৯ জুন) বিকেলে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে দগ্ধ ৬ মাসের শিশু সুস্থ আছে।

এ ঘটনায় মিমের মামা ওমর ফারুক বাদী হয়ে শাশুড়ি পিয়ারা বেগমসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩। মামলার সঙ্গে সঙ্গে হালিমার শাশুড়ি পিয়ারা বেগমকে (৫২) গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

** গৃহবধূর হাত-পা বেঁধে আগুন দিয়ে দরজা আটকে পালালো দুর্বৃত্তরা

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।