ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোরকা পরে শিশু কোলে পকেট মারতেন তারা, গ্রেপ্তার ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
বোরকা পরে শিশু কোলে পকেট মারতেন তারা, গ্রেপ্তার ১৬ প্রতীকী ছবি

ঢাকা: বোরকা পরে কোলে শিশু নিয়ে মায়ের ছদ্মবেশে জনারণ্যে পকেট মারতেন তারা। এছাড়া ভিড়ের মধ্যে ব্যাগ কেটে চুরি করে নিতেন টাকা ও জিনিসপত্র।

 

এমন অপরাধে যুক্ত ৯ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, শিশু কোলে নিয়ে মায়ের ছদ্মবেশে বিভিন্ন জনসমাগমে ঢুকে পকেট বা ব্যাগ কেটে চুরি করতেন এমন ৯ নারী পকেটমার ও তাদের ৭ মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।