ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
রামপুরায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আটক 

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা ও তার এক সহযোগিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।  

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জাবেদ বিশ্বাস (২৪) ও তার অন্যতম সহযোগী শান্ত সিকদার(২২)। এসময় একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।  


র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে একে অপরের যোগসাজশে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে। পরবর্তীতে সেগুলোকে আংশিক পরিবর্তন বা মোডিফাই করে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।  

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।