ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় একসঙ্গে ডুবলো ৩ ট্রলার, ২০ জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
মেঘনায় একসঙ্গে ডুবলো ৩ ট্রলার, ২০ জেলে নিখোঁজ প্রতীকী ছবি

ভোলা: ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেটে একসঙ্গে জেলেদের ৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩০ জনকে উদ্ধার গেলেও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জেলে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে মেঘনার চর নিজাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মনপুরার চর নিজামসংলগ্ন মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন। এসময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার ৩টি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। তবে নয়ন ও দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোঁজ হন।

নিখোঁজ সব জেলের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। তবে প্রাথমিকভাবে নিখোঁজ জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ট্রলারডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

তিনি বলেন, ট্রলার ডুবির খবর আমরা পেয়েছি, তবে ২০ জেলে নিখোঁজ তা নিশ্চিত হওয়া যায়নি। মনপুরা থেকে থেকে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।

এদিকে ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ জেলেদের সন্ধান না মেলায় তাদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৪ জুন, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।