ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাদিম হত্যায় আটক ৬, ওসি বললেন ‘ফুটেজে চেয়ারম্যান নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
নাদিম হত্যায় আটক ৬, ওসি বললেন ‘ফুটেজে চেয়ারম্যান নেই’

জামালপুর থেকে: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা এই তথ্য জানান।

তিনি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে এরকম ছয়জনকে আটক করা হয়েছে।  

আটকদের মধ্যে চেয়ারম্যান বাবু কিংবা তার ছেলে ফয়সাল আছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তাদের ভিডিও ফুটেজে দেখা যায়নি। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এখনও মামলা হয়নি, মামলা হলে আসামিদের আটকের প্রশ্ন আসবে।

নাদিম হত্যাকাণ্ড সংক্রান্ত আরও নিউজ

বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।