ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে প্রশাসনের সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে প্রশাসনের সতর্কতা

রাঙামাটি: রাঙামাটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সরে যেতে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১৭ জুন) দুপুরে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে মাইকিং করে এবং নিরাপদ স্থানে সরে যেতে লোকজনকে অনুরোধ জানান।



এদিকে জেলায় দেশের অন্যান্য স্থানের ন্যায় ভারী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। জেলা শহরের রূপ নগর, শিমুলতলী,পশ্চিম মুসলিম পাড়াসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় কয়েক হাজার বসতি রয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ক্ষতি থেকে জানমালের ক্ষতি এড়াতে সতর্কতামূলক মাইকিং করছেন বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, রূপনগর এলাকাবাসীর জন্য রাঙামাটি বিএম ইনস্টিটিউট এবং শিমুলতলী এলাকাবাসীর জন্য রাঙামাটি বেতারে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৩ জুন প্রবল বর্ষণে পাহাড় ধসে ১১০ জনের প্রাণহানি ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।