ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাজেটের ত্রুটি-বিচ্যুতি সংশোধনের চেষ্টা চলছে: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
বাজেটের ত্রুটি-বিচ্যুতি সংশোধনের চেষ্টা চলছে: পরিকল্পনামন্ত্রী কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এবারের বাজেট নিয়ে আলোচনা ও সমালোচনা আছে। আমরা চেষ্টা করছি ত্রুটি-বিচ্যুতি সংশোধনের।



রাজধানীতে এক বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রোববার (১৮ জুন) দুপুরে গুলশানের লেকশোর হোটেলে সিপিডি বাজেট ডায়ালগ-২০২৩ শীর্ষক সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা বাজেটে নিম্ন ও মধ্যবিত্তদের উন্নয়ন নিয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

বিদ্যুৎ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, একটু সমস্যা হয়েছে তার মানে কী আমাদের কোনো অবদান নেই। আমরা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়ন চাই সুশাসন নয়। একটা গাছ লাগালে ফল হতে সময় লাগে। সুতরাং সুশাসনের কথা বলে যারা দেশকে আবার লুটপাট করতে চায় তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। সাহস থাকলে হরতাল দিয়ে দেখেন জনগণ কার সঙ্গে আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো গরিব দেশে মেগা প্রকল্প শুধুমাত্র শেখ হাসিনার পক্ষেই নেওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।