ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার বিচার চাইল আর্টিকেল নাইনটিন

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার বিচার চাইল আর্টিকেল নাইনটিন

ঢাকা: বাংলানিউজের জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন। একইসঙ্গে দ্রুত এ ঘটনার যথাযথ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

 

সোমবার (১৯ জুন) আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেছেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যা বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ঘটতে থাকা আক্রমণের নিকৃষ্ট উদাহরণ। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অবিলম্বে, পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে তদন্ত করা এবং দায়ী ব্যক্তিদের বিচার করা। অসংখ্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক মানবাধিকার দলিলে রাষ্ট্রগুলোকে মানবাধিকার লঙ্ঘনের জন্য কার্যকর প্রতিকার প্রদানের জন্য বলা হয়েছে। এই বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ বিশ্বের অনেক রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ অন্যতম। সাংবাদিকদের ওপর চলমান সহিংসতা ইতিমধ্যে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে, অনতিবিলম্বে যার অবসান করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষার জন্য এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আইন প্রণয়ন করা হয়নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয়নি, যা গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতা এবং সংঘটিত অপরাধ দায়মুক্তির সংস্কৃতিকে উস্কে দিয়েছে। সাংবাদিকদের লক্ষ্য করে আক্রমণ এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তির চর্চা গভীর উদ্বেগের বিষয়।

আর্টিকেল নাইনটিন দ্রুততার সঙ্গে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে সাংবাদিকসহ গণমাধ্যম কর্মীদের ওপর এরকম ধারাবাহিক হামলা খুবই উদ্বেগজনক। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সাংবাদিকসহ গণমাধ্যম কর্মীদের যথাযথ সুরক্ষা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। তাই আর্টিকেল নাইনটিন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

উল্লেখ্য, ১৪ জুন রাতে বাড়ি ফেরার সময় ক্ষমতাসীন স্থানীয় নেতার নেতৃত্বে নাদিমকে পিটিয়ে জখম করা হয়, তার মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
টিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।