ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকার জোরপূর্বক জমি দখলের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

রোববার এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী মো. নজরুল ইসলাম সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

জমি দখল ছাড়াও তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়।  

সোনারগাঁ থানায় দায়ের করা সাধারণ ডায়েরি থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা মৌজায় ২০২০ সালে আবুল কাশেমের কাছ থেকে ১২.৪৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে বিভিন্ন ফলদ গাছ রোপণ করে ওই জমি ভোগ দখল করেন।  

সম্প্রতি উটমা এলাকায় লিপন চৌধুরীর নেতৃত্বে ১০-১৫জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে দখলকারীরা ভুক্তভোগী মো. নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত লিপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি দখলের সঙ্গে আমি জড়িত না। এটি উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি, স্কুলের প্রয়োজনে স্কুল বুঝে নিচ্ছে।

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমআরপি/এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।