ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০০ কেজি সারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০০ কেজি সারসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপভ্যানে করে পাচারের সময় ৩ হাজার কেজি এমওপি সার জব্দসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর নামক স্থান থেকে পিকআপভ্যানটি জব্দ করা হয়।

এ সময় পাচারের সঙ্গে জড়িত সজিব মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মো. শাব্বির আহমেদ জানান, আশুগঞ্জ উপজেলার সজিব মিয়া বিজয়নগর উপজেলার চরইসলামপুর মেসার্স জাকির হোসেন ট্রেডার্স থেকে পিকআপভ্যানে করে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা (৩ হাজার কেজি) সার আশুগঞ্জ উপজেলায় নিয়ে যাচ্ছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর থেকে পিকআপভ্যানসহ সারগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।