ঢাকা: আসন্ন ঈদুল আযহায় চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে চায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য পর্যাপ্ত সময় হাতে রেখে ঈদযাত্রার অনুরোধ করেছে ডিএমপির (ট্রাফিক) ওয়ারী বিভাগ।
সোমবার (১৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. গোলাম ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাফিক ওয়ারী বিভাগ থেকে জানানো হয়েছে, পদ্মাসেতু চালু হওয়ায় ঢাকায় বসবাসকারী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ মানুষ পোস্তগোলা ব্রিজ ব্যবহার করে গ্রামের বাড়িতে যেয়ে থাকেন। এর আগে এসব মানুষ দৌলতদিয়া ফেরি পারাপার বা সদরঘাট থেকে লঞ্চের মাধ্যমে যাতায়াত করতেন। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ঈদ উপলক্ষে যানবাহনের বাড়তি চাপ থাকে। এ কারণে সড়কে ও মহাসড়কের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা সম্পন্ন করতে ও অতিরিক্ত যানজট এড়াতে ঈদের আগে পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রার অনুরোধ করা হলো।
সকলের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশ।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসজেএ/এমজে