ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকিতে সিঙ্গারা না পেয়ে দোকানির শরীর ঝলসে দিল মাদকসেবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
বাকিতে সিঙ্গারা না পেয়ে দোকানির শরীর ঝলসে দিল মাদকসেবী

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রিপন মিয়া (২৭) নামে এক দোকানির শরীর ঝলসে দিয়েছেন রাব্বি শিকদার নামে এক যুবক। স্থানীয়দের কাছে তিনি মাদকসেবী হিসেবে বিবেচিত।

সোমবার (১৯ জুন) রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা। আহত অবস্থায় রিপন মিয়াকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি উপজেলার মাহমুদাবাদ এলাকায়।

টঙ্গীরঘাট এলাকায় রিপন মিয়ান পুরি-সিঙ্গারার দোকান।   প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীরঘাট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি শিকদার প্রায় সময় রিপন মিয়ার দোকানে বাকিতে পুরি সিঙ্গারা খেতেন। সোমবার রাত আটটার দিকেও রাব্বি বাকিতে সিঙ্গারা নিতে চান। কিন্তু রিপন তাকে দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আগেও আছে। তাই আজ দেওয়া যাবে না। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি পুরি সিঙ্গারা ভাজার কড়াইয়ে থাকা চামচ দিয়ে তেল নিয়ে রিপন মিয়ার শরীরে ঢেলে দেন। রিপনের ডাক-চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসে।

এ অবস্থায় রাব্বি পালিয়ে যান। পরে স্থানীয়রা রিপন মিয়াকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। রাব্বিকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।