ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড়ি ঢলে দুই সন্তানসহ নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২০, ২০২৩
পাহাড়ি ঢলে দুই সন্তানসহ নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

সিলেট: সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সৃষ্ট বানের পানিতে দুই সন্তানসহ নিখোঁজ নারী দুর্লভ রানী দাসের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী।

মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ জেলার শাল্লার ছায়ার হাওরে মাউতির বিল থেকে রানীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো তার নিখোঁজ দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাসের (৫) সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব বলেন, হারানো মানুষগুলোকে উদ্ধারে আমরা সচেষ্ট। তাদের সহযোগিতার ব্যাপারে কি করা যায় সিদ্ধান্ত নেব।

গতকাল সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আসার পথে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ব্রিজ সংলগ্ন এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে দুই সন্তানসহ নিখোঁজ হন দুর্লভ রানী দাস। প্রবল স্রোত তাদের ভাসিয়ে দাড়াইন নদীর দিকে নিয়ে যায়। ঘটনাটি দেখে পথচারীরা উদ্ধারে এগিয়ে গেলেও ব্যর্থ হন।

স্রোতের বেগ অনেক বেশি থানায় রানী তার সন্তানদের নিয়ে তীরে আসতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।