ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাইফেল খুইয়ে সাময়িক বরখাস্ত হলেন কনস্টেবল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
রাইফেল খুইয়ে সাময়িক বরখাস্ত হলেন কনস্টেবল 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ড্রেজার জব্দ করার সময় যমুনা নদীতে রাইফেল হারিয়ে ফেলায় আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

 

আল আমিন দৌলতপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, যমুনা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। সোমবার (১৯ জুন) বালু উত্তোলন বন্ধে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাইফেলটি হারিয়ে যায়। এজন্য ওই পুলিশ সদস্যকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: যমুনায় অভিযানে গিয়ে রাইফেল খোয়ালেন কনস্টেবল! 

দীর্ঘদিন ধরে নদীতে খনন যন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বাঘুটিয়া ইউনিয়নের প্রভাবশালী এক ব্যক্তি। নদী থেকে বালু তোলার কারণে ভাঙনের মুখে পড়েছে বাড়িঘর। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার সোমবার সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অংশ নেন পুলিশ সদস্য আল আমিনও। ড্রেজার মেশিনটি জব্দ করার সময় হঠাৎ তার সরকারি রাইফেলটি যমুনা নদীতে পড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।