ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফেনিসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুন ২১, ২০২৩
রাজধানীতে ফেনিসিডিলসহ আটক ৩

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে ৩০৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটকরা হলেন- মানিক সরদার (৩৫), সুনীল চন্দ্র হাওলাদার (৩০) ও উজ্জ্বল মিয়া (৩২)।

মঙ্গলবার (২০ জুন) তেজগাঁও থানাধীন মনিপুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।