ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় নিহত বিজিবি সদস্য, আহত আরও ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ট্রাকচাপায় নিহত বিজিবি সদস্য, আহত আরও ৬

গাজীপুর: জেলার সিটি করপোরেশন এলাকার রাজেন্দ্রপুরে ট্রাক চাপায় বার্ডর গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় বিজিবি সদস্য আহত হন।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম শাহিদুর রহমান (৩৮)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাজাদপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম দেলবর ফকির।

এ ঘটনায় আহত অন্য বিজিবি সদস্যরা হলেন- নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী ও সিপাহী সংগ্রাম। তাদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিটি (ফিজিক্যাল ট্রেনিং) করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে হোতাপাড়ায় ৬৩ বিজিবি কর্মরত নায়েক সাহিদুর রহমান নিহত হন। আহত হন ছয়জন বিজিবি সদস্য।

তিনি আরও জানান, নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
আরএস/এসআইএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।