সাতক্ষীরা: যৌনপল্লীতে নারী পাচার চক্রের মূল হোতাসহ তিনজন মানব পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২২ জুন) সাতক্ষীরার শ্যামনগর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নারী পাচার চক্রের হোতা সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ি নতুন বাজারের মো. রফিকুল গাজীর ছেলে মো. ইমারন গাজী (৩০), ইমরান গাজীর স্ত্রী সাবান সুলতানা (২৫) ও খুলনার কয়রার আকরাম আলী শেখের ছেলে আব্দুস সালাম শেখ (৩৮)।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানব পাচারকারী চক্রের উল্লিখিত সদস্যরা গত ২১ মার্চ সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন পাইপরাস্তা এলাকা হতে এক নারীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের বসিরহাট নিয়ে একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। ওই নারী যৌনপল্লীর অত্যাচার সহ্য করতে না পারায় ওই পল্লী পরিচালনাকারী লোকজন তাকে উল্লিখিত মানব পাচারকারীদের কাছে ফেরত পাঠায়। এরপর তাকে যৌনপল্লীতে কাজ করানোর জন্য রাজি করাতে অন্য একটি হোটেলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বিষয়টি সম্পর্কে ভারতীয় এনজিও বিডিএল স্মাইল চাইল্ড ফাউন্ডেশন জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে। বর্তমানে তিনি এনজিওটির হেফাজতে আছেন।
এদিকে, স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রির বিষয়টি জানতে পেয়ে রাজধানীর শ্যামপুর থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির সদস্যরা শ্যামনগর থানা এলাকায় অভিযান চালিয়ে নারী পাচার চক্রের হোতাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন নারীকে পার্শ্ববর্তী দেশে পাচারের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। আটক হওয়া আসামিদের রাজধানীর শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআরএস