ঢাকা: ঢাকা শহরের জনসংখ্যা দুই কোটি ১০ লাখ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
ঢাকায় দৈনিক পানির চাহিদা ২১০-২৬০ কোটি লিটার বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের লিখিত উত্তরে এ সব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হয়।
হাজী মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের জনসংখ্যা ২ কোটি ১০ লাখ। যার সবাই ঢাকা ওয়াসার পরিষেবা গ্রহণ করেছে। তবে মিটার ভিত্তিক গ্রাহক তিন লাখ ৮৭ হাজার। ঋতুভেদে ঢাকায় দৈনিক পানির চাহিদা ২১০-২৬০ কোটি লিটার। যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসকে/আরআইএস