ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে নিখোঁজ হওয়ার একদিন পর মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
নলছিটিতে নিখোঁজ হওয়ার একদিন পর মিলল শিশুর মরদেহ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ হওয়ার একদিন পর মো. সামিউল ইসলাম (০২) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় ওই শিশুর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকেই নিখোঁজ ছিল শিশু সামিউল। দিনভর তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজ করেন। তবে সেইদিন কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।

নিহত সামিউল উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু বৃহস্পতিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল, তাই তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। তবে অন্য কোনোভাবে যদি মৃত্যু হয়ে থাকে, সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।