ঢাকা: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে যুক্ত বিবৃতিতে দলটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (২৩ জুন) যুক্ত বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ওই দিনটি সৌর-করোজ্জল একটি উজ্জ্বল দিবস।
বিবৃতিতে বলা হয়, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বিবৃতিতে জানানো হয়, আজকের এ ঐতিহাসিক ২৩ জুন দেশবাসীর প্রতি আহ্বান, আসুন আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে, শেখ হাসিনার সুনেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ‘স্মার্ট বাংলাদেশ’ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলবো।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এইচএমএস/আরবি