মাগুরা: ক্যান্সার, কিডনি লিভার, সিরোসিস, স্টোক, পারালাইজ, জন্মগত হৃদ্রোগ থ্যালাসেমিয়া আক্রান্ত ৩০০ জন রোগীদের মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চার উপজেলা ও একটি পৌর সভার রোগীদের মধ্যে এ চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মাগুরা-১ আসনের সংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, সহ-পরিচালক জাহিদুল আলম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ঝুমুর সরকার।
এ চেক বিতরণ অনুষ্ঠানে ৩০০ জন বিভিন্ন রোগে আক্রান্তা রোগীরা উপস্থিত থেকে প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসএম