ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সোয়া ৭ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মেহেরপুরে সোয়া ৭ কেজি গাঁজাসহ কারবারি আটক আটক মো. মারফত মণ্ডল

মেহেরপুর: সোয়া ৭ কেজি গাঁজাসহ মো. মারফত মণ্ডল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার (২৫ জুন) র‌্যাব-১২, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মারফত জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠপাড়া এলাকার মৃত এমাজ উদ্দীনের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২৫ জুন সকালে গাংনী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড ঈদগাহপাড়া কাঁচাবাজার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ মারফতকে আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।