ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাসড়কের পাশে পশুর হাট, উল্লাপাড়ায় যানজট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মহাসড়কের পাশে পশুর হাট, উল্লাপাড়ায় যানজট 

সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে পশুর হাটের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যানজট সৃষ্টি হয়েছে।  

রোববার (২৫ জুন) রাত সাড়ে ৭টা থেকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

 

স্থানীয়রা জানান, আজ বিকেল থেকে বোয়ালিয়া এলাকায় পশুর হাট বসেছে। হাটকে কেন্দ্র করে পশুবাহী ট্রাক, পিকআপভ্যান, শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি মহাসড়কের দুই পাশে সারিবদ্ধ করে রাখা হয়। এসব যানবাহনে পশু নিয়ে যাওয়ার সময় মহাসড়কেই ঘোরানো হয়।  কারণে যানজটের সৃষ্টি হয়েছে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ বোয়ালিয়া এলাকায় অবস্থান করছে। যানজটের খবর পেয়ে রাতে আবারও পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।