মানিকগঞ্জ: ঈদের বাকি আর এক দিন এর মধ্যে পাটুরিয়া ঘাট এলাকায় দূর-পাল্লার যানবাহনের চাপ না থাকলেও কাটা গাড়ির (লোকাল) যাত্রীর চাপ রয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সোয়া ১১টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্রের দেখা মিলে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে এসেছে। ঈদে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। আর পাটুরিয়ার পাঁচটি ঘাটকে সংস্কার করে পুরোপুরি সচল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বিশেষ ফেরির ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরএ