ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় ভোগান্তি ছাড়াই পার হচ্ছে যানবাহন ও যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
পাটুরিয়ায় ভোগান্তি ছাড়াই পার হচ্ছে যানবাহন ও যাত্রী

মানিকগঞ্জ: ঈদের বাকি আর এক দিন এর মধ্যে পাটুরিয়া ঘাট এলাকায় দূর-পাল্লার যানবাহনের চাপ না থাকলেও কাটা গাড়ির (লোকাল) যাত্রীর চাপ রয়েছে।  

মঙ্গলবার (২৭ জুন) সকাল সোয়া ১১টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্রের দেখা মিলে।

তবে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মাইক্রোবাসের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলের চাপ। ঘাট পয়েন্টে কোনো ধরনের অপেক্ষা ছাড়া ফেরিতে অনায়াসেই যানবাহনগুলো উঠে পড়ছে। কাটা লাইন সার্ভিস ও লঞ্চের যাত্রীরাও পার হচ্ছে ভোগান্তি ছাড়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে এসেছে। ঈদে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। আর পাটুরিয়ার পাঁচটি ঘাটকে সংস্কার করে পুরোপুরি সচল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বিশেষ ফেরির ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।