ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ (২৪) ও মামুন (২৩)।

জানা গেছে, গ্রেপ্তার আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।  

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ জানান, ঢাকা উদ্যান দুই নম্বর রোডের একটি প্লটে কিছু গরু ব্যবসায়ী গরু এনে রেখেছেন। মধ্যরাতে ওই প্লটে এসে চারজন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তাদের চিৎকারে অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা চলে এলে দুজন পালিয়ে যান এবং দুজনকে চাপাতিসহ আটক করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে তার সঙ্গে আরিফ ও মামুন জড়িত। মামুনের নামে দুটি ছিনতাইয়ের মামলা রয়েছে।

এ ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শাহেদ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।