ঢাকা: ঈদ এলেই ভাড়া বাড়ে বাসের। আর আগের দিন ঘরে ফেরা মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে মুষলধারে বৃষ্টি।
সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে টার্মিনালে পৌঁছানোর পরে ভাড়া হচ্ছে দ্বিগুণ। বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ না করে ঈদের আগে গ্রামের বাড়ি ফিরতেই তারা উদগ্রীব।
বুধবার (২৮ জুন) মহাখালী টার্মিনালে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
কাউন্টার সূত্র জানাচ্ছে, ঢাকা থেকে নেত্রকোণা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, হালুয়াঘাট, কিশোরগঞ্জ এসব অঞ্চলের বাসগুলো টার্মিনাল থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। এ বাসগুলোর কোনো অগ্রিম টিকিট বিক্রি হয়নি। যাত্রী আসার সঙ্গে সঙ্গে গাড়ি ভরে ছেড়ে যাচ্ছে টার্মিনাল। তবে ভাড়া হয়েছে দেড় থেকে দ্বিগুণ।
সৌখিন পরিবহনের সহকারী যাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন, আগের গাড়ি ৫০০ টাকায় গেছে। আমাদেরও ৫০০ টাকা নিতে বলা হয়েছে। ৩০০ টাকায় যাওয়া যাবে না।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ টাকা। আর ৪০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৮০০ টাকা।
ময়মনসিংহগামী রহমত জানান, তিনি বাইপাস যাবেন। ২০০ টাকার ভাড়া ৫০০ টাকা নিচ্ছে। ঈদের আগে বাড়ি যেতে হবে, এজন্য যা চাচ্ছে দিয়ে দিচ্ছেন।
তবে ভাড়া ঠিক আছে কাউন্টার কেন্দ্রিক বাসগুলোর। এসব বাসে আগে থেকে ১০০ থেকে ১৫০ টাকা টিকিটের দাম বেশি ধরে রাখা হয়েছে। এসব রুটে বেশি চলাচলকারী এনা পরিবহনের কাউন্টারে দীর্ঘ লাইন।
কাউন্টার থেকে জানা যায়, উত্তরবঙ্গের বগুড়া, দিনাজপুর, রংপুর অঞ্চলের যাত্রীর চাপ বেশি। আগেই টিকিট কাটা আছে অনেক যাত্রীর। অনেকেই কাউন্টারে এসে টিকিট নিচ্ছেন।
এদিকে ঢাকার পাশের জেলা ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলের যাত্রীদের চাপ দিনে বেশি। তবে এসব গাড়ির অগ্রিম টিকিট নেই।
এর আগে গত দুইদিন ধরেই ভিড় ছিল রাজধানীর বাস টার্মিনালগুলোতে। তবে আজ সকালের চিত্র ছিল ভিন্ন। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এনবি/এসআইএস