সিলেট: নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, কোরবানির ঈদ মানে ত্যাগের আনন্দ। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের পশুটাকেও কোরবানি দিতে হবে। তাহলেই ব্যক্তি, সমাজ ও দেশ উপকৃত হওয়ার পাশাপাশি পরকালেরও কল্যাণ হবে।
নব নির্বাচিত মেয়র বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ, ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি।
তিনি নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান জানিয়ে বলেন, রাস্তাঘাটে যাতে কোরবানির বর্জ্য পড়ে না থাকে, সেদিকে সবাই নজর রাখুন। আসুন সবাই মিলে আমরা আমাদের নগরকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখি। সবার জীবনে পবিত্র ঈদুল আজহা সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। সবাইকে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নগরীর হাফিজ কমপ্লেক্সে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে সাংবাদিকসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এনইউ/এসআইএ