ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ স্কুলছাত্র নিহত ফাইল ফটো।

মেহেরপুর: মেহেরপুরের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।  

নিহতরা হলো, জিসান (১৩) সামিউল ইসলাম বিজয় (১৪)।



বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৩টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার জানান, তিনটি মোটরসাইকেলে ছয়জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুতগতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানোর পর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে। এতে জিসানসহ তার তিন বন্ধু আহত হয়।  স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জিসান ও বিজয়কে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।