ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত প্রতীকী ছবি

নীলফামারী: ঈদের সকালে নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে মিনারুল ইসলাম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মিনারুল ওই উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের শমসের আলীর ছেলে।  

জানা গেছে, চিলাহাটি-সৈয়দপুরগামী একটি ট্রেনের কাটা পড়ে মিনারুলের মৃত্যু হয়েছে।

সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।