ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত  ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে চাঁনপাড়া-নিশ্চিন্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী উপজেলার আওলাই ইউনিয়নের খারিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় মেহেদী। পথে শিরট্রি এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা তার বাড়িতে গেছেন। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
 
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।