নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মহিষের তাণ্ডব থামাতে পুলিশ গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শান্ত (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) সকালে উপজেলার দুওতারা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শান্ত একই উপজেলার দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলামের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এলাকাবাসী জানান, দুপ্তারা এলাকায় হঠাৎ করে একটি মহিষ অতর্কিতভাবে স্থানীয় লোকজনের ওপর আক্রমণ করে তাণ্ডব চালায়। এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি তাদের অবহিত করেন। পরে এসআই শহিদুল বুনো মহিষটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষটির পেছনে থাকা যুবক শান্তর পেটের ডানপাশে বিদ্ধ হয়। পুলিশ ও স্থানীয়রা শান্তকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঈদুল আজহার আগের রাতে হাট থেকে কোরবানির উদ্দেশে কেনা একটি মহিষ ক্রেতা ও তার লোকজনকে আঘাত করে ছুটে যায়। এতে দুইজন আহত হন। পরে বেপরোয়া মহিষটি শুক্রবার সকালে বিভিন্ন স্থানে তাণ্ডব চালালেও কেউ তাকে ধরতে পারেনি। এ অবস্থায় স্থানীয়দের কাছে খবর পেয়ে টহলরত পুলিশ মহিষটিকে ধরার চেষ্টা করে।
তিনি বলেন, এক পর্যায়ে মহিষটি আরও বেপরোয়া হয়ে ওঠে ও আশপাশের লোকজনের ওপর আক্রমণ করে। এ সময় মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ বাধ্য হয়ে মহিষটিকে নিয়ন্ত্রণ করতে তার পায়ে লক্ষ্য করে গুলি চালায়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত নামে এক যুবকের শরীরে লাগে। পরে পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তার অবস্থা ভালো।
ওসি আরও বলেন, মহিষটি বর্তমানে রূপগঞ্জের চনপাড়া এলাকায় ঘোরাফেরা করছে বলে জানতে পেরেছি। মহিষটিকে ধরতে পুলিশ পাঠিয়েছি।
বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এমআরপি/এসআরএস