হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা শহরে বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগে একটি কাপড়ের শো-রুম পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শনিবার (১ জুলাই) দুপুরের দিকে শহরের বদিউজ্জামান খান সড়কের আলেয়া-আহনাফ টাওয়ারে এ ঘটনা ঘটে।
ভবনটির তৃতীয় তলায় অবস্থিত রঙ বাংলাদেশের শো-রুমে দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। ততক্ষণে দোকানের সব কাপড় পুড়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, রঙ বাংলাদেশের শো-রুমে কর্মরত সবাই ছুটিতে থাকায় সেটি তালাবদ্ধ ছিল। দুপুর ১২টার দিকে এসি বিস্ফোরণ ঘটে সেখানে আগুন লেগে যায়। তবে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
অগ্নিকাণ্ডের সময় পুরো ভবনে আতঙ্ক দেখা দিলে ভেতরে থাকা লোকজন দিক্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
রঙ বাংলাদেশের শো-রুমে কর্মরতরা জানান, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস