ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকার বিভিন্ন দেশের কূটনীতিকরা।
শনিবার (১ জুলাই) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দক্ষিণ-পূর্ব এশিয়া) মহাপরিচালক নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
হলি আর্টিজানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলাটি ঘটে ২০১৬ সালের ১ জুলাই। ওই রাতে গুলশান-২- এর হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে জঙ্গিরা দেশি-বিদেশি ২২ জন নাগরিককে হত্যা করে।
এর মধ্যে ইতালির নয়জন, জাপানি সাতজন, ভারতীয় একজন, আমেরিকান একজন, বাংলাদেশি দুইজন নাগরিক এবং দুইজন পুলিশ কর্মকর্তা ছিলেন। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী মিলে দেশি-বিদেশি মোট ৩২ জন নাগরিককে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
টিআর/এএটি