ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনার কবলে সিলেটের নতুন মেয়রের গাড়িবহর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
দুর্ঘটনার কবলে সিলেটের নতুন মেয়রের গাড়িবহর

সিলেট: রাজধানী ঢাকায় শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িবহর।

সোমবার সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা প্রধানমন্ত্রীর কাছে শপথ নেবেন।

এ কারণে শনিবার (১ জুলাই) ঢাকার উদ্দেশে রওয়ানা হলে বিকেলের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল নামক স্থানে মেয়রের গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।

গাড়িবহরে থাকা সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্টজন সাজলু লস্কর এ তথ্য নিশ্চিত করেন।

তিসি বলেন, বৃষ্টিভেজা সড়কে বহরের একটি গাড়ি ব্রেক কসলেও সামনের গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। এতে গাড়ি দুটি কিছু ক্ষতিগ্রস্ত হলেও গাড়ি দুটিতে থাকা কাউন্সিলররা কেউ  আহত হননি। সবাই নিরাপদে ঢাকায় পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।