ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নিশান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চররুহিতা গ্রামের ভোলার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নিশান ওই এলাকার নুর নবীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজের অটোরিকশা চার্জে লাগাতে গিয়ে নিশান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিশানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. গোফরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলেটি খুবই গরীব ছিলেন। অটোরিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন। এ ঘটনায় তার পরিবারে শোক নেমে আসে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।