সিলেট: সুনামগঞ্জ সদর উপজেলায় নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের মাঝের বাড়ির সোহেল আহমদের সন্তান ফারজানা বেগম তন্নি (১৩) মারজানা বেগম (৮) ও রবিউল ওরফে রবিন (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ডিঙি নৌকা দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যায় তিন ভাই-বোন। হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হয় তিন ভাই-বোন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে একজনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে বাকি দুজনের মরদেহ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এনইউ/আরবি